নবাবগঞ্জে ভোটার দিবস পালন
ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ার অংশ নেব’ এই শ্লোগানকে সামনে রেখে নবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস আয়োজনে এ উপলক্ষ্যে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুল ওয়াছেক মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, উপজেলা নির্বাচন অফিসার ফারজানা আবেদীন, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত প্রমুখ।
দোহার নবাবগঞ্জের অনলাইন শপ
আপনার পছন্দের পণ্য খুজে নিন



কোন মন্তব্য নেই