নবাবগঞ্জে ৯ মাটি ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে ঢাকার নবাবগঞ্জে ৯ মাটি ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকাল থেকে সারাদিন উপজেলার জয়কৃষ্ণপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম সালাউদ্দীন মনজু। বেকু দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি মাটি কাটার সময় ১০ জনকে অাটক করা হয়৷ এদের মধ্যে একজনকে ৩ মাস, ১৫ দিন করে দুইজন ও ৭ দিন করে ছয়জনকে কারাদণ্ড এবং একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত৷
অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে ঘটনাস্থলে গাড়ি যাতায়াতের ব্যবস্থা না থাকায় প্রায় এক কিলোমিটার পায়ে হেটে অভিযানে পৌঁছান ইউএনও। অপরদিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিত টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে মাটি ব্যবসায়ীরা৷ অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দৌড়ে ধাওয়া করে তাদের অাটক করে৷



কোন মন্তব্য নেই