নবাবগঞ্জের উত্তর বালুখন্ড সবুজ সংঘের উদ্দ্যোগে ""পাভেল ব্রিজ"" মেরামত
বালুখন্ড হতে মহিষদিয়া যাওয়ার রাস্তায় থাকা ""পাভেল ব্রিজ"" নামের বাশের ব্রিজটি অনেকদিন যাবত ভাংগা অবস্থায় ছিলো।
অবশেষে আজ উত্তর বালুখন্ড সবুজ সংঘের উদ্দ্যোগে ব্রিজটি মেরামত করা হলো।।। এ সময় উপস্থিত ছিলেন উত্তর বালুখন্ড সবুজ সংঘের সদস্য বৃন্দ।



কোন মন্তব্য নেই