Header Ads

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01921211236

নবাবগঞ্জে লেডি বাইকার,বাইক এক্সিডেন্টে নিহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এ্যানি (২৩) নামে এক লেডি বাইকার নিহত হয়েছে। এঘটনায় আরোহী বড় বোন শারমীন ও  উপেন্দ্র (৭০) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছে। সোমবার (৩ জানুয়ারি)  সন্ধ্যা  সাড়ে ৭ টায় উপজেলার শোল্লা ইউনিয়নের চন্দ্র খোলা  বড় ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত এ্যানি উপজেলার কোন্ডা গ্রামের আজিজুলের স্ত্রী। 

  স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে  নবাবগঞ্জ থেকে এ্যানি নিজেই মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। চন্দ্রখোলা ব্রিজে উঠার সময় তার গতি ৯০+ ছিলো বলে জানায় এক প্রত্যক্ষদর্শী।
ঘুরে আসুন দোহার নবাবগঞ্জের অনলাইন শপে 
Click hare-> DN OnlineBazar 

  বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় এক পথচারী কৃষকের উপরে ওঠে গিয়ে সে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এ্যানিকে মৃত ঘোষণা করেণ।

 পথচারী উপেন্দ্রর অবস্থা অবনতি দেখে তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করেণ। নিহতের বোন শারমীনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক  মো.আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.