Header Ads

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01921211236

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে রোগী দেখছে বহীরাগতরা



উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রবেশের পর দেখা গেলো চেয়ারে বসা দু’জন রোগি দেখছেন আর রোগিদের সাথে গল্পে মশগুল। 

বিপি মেশিন, হাসপাতালের রেজিষ্টার, পেসক্রিপশন করার প্যাড সবকিছু তারাই নিয়ন্ত্রণ করছেন। হাসপাতালের জরুরী বিভাগে সরকারীভাবে নিয়োগপ্রাপ্ত কাউকে না দেখে একটু অবাকই হলাম। বাধ্য হয়ে তাদের কাছেই জানতে চাইলাম উিউটি ডাক্তার আজকে কে আছেন। উত্তরে বললেন আপনার কী সমস্যা। 
ঘুরে আসুন দোহার নবাবগঞ্জের অনলাইন শপে 
Click hare-> DN OnlineBazar 

বললাম,আমার সমস্যা নেই। পূনরায় জিঞ্জেস করলাম আমার জানা দরকার ডিউটি ডাক্তার কে আছেন ? উত্তরে বললেন ডাঃ শহীদ, আমি বললাম উনি তো ডাক্তার না ,ডাক্তারের সহযোগি। তারা বললেন না উনিই ডাক্তার । কথা বলতে বলতে চেয়ারে বসা লোককে বললাম আপনারা কারা ?

 উত্তরে (পুরুষ) বলল আমি ইর্ন্টাণী করছি। উপজেলা হাসপাতালে আবার কিসের ইর্ন্টাণী। এই বলে ছবি তুললে গেলে বলেন ছবি তুলেন কেন ? বললাম দরকার আছে। চেয়ারে বসা মহিলা বললেন, ছবি তুলে কিছুই করতে পারবেন না। আপনার মত অনেক সাংবাদিক দেখছি। অবাক হলেও এরাই চালাচ্ছে দোহার উপজেলা সাস্থ্য কমপ্লেক্স।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.