Header Ads

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01921211236

নবাবগঞ্জে পুলিশ সেজে ব্যাবসায়ীকে অপহরণ

নবাবগঞ্জে পুলিশ পরিচয়ে কামাল হোসেন নামে এক মোবাইল ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।

কামাল হোসেন অভিযোগ করে বলেন, বুধরাত রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাগমারা ইউসিসি এজেন্ট ব্যাংকের সামনে পৌছলে পিছন থেকে অচেনা এক লোক পুলিশ পরিচয় দিয়ে বলে- “তোর নামে থানায় অস্ত্র মামলা আছে”। পরে জোড় করে একটি প্রবক্স গাড়িতে তোলে নেয়। গাড়িতে তুলেই আমাকে এলোপাথারী মারধর করে। গাড়ির ভিতরে থাকা আরও চারজন আমার হাত মুখ বেঁেধ ফেলে এবং আমার কাছে থাকা নগদ ১ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং রিচার্জ সিমে থাকা আরও দেড় লাখ টাকা সহ ৪টি মোবইিল সেট ও আমার হাতে থাকা একটি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়।
ঘুরে আসুন দোহার নবাবগঞ্জের অনলাইন শপে 
Click hare-> DN OnlineBazar 


অপহরণকারীরা ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা, ৪টি মোবাইল সেট ও ১টি স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ী। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাগমারা বাজারের ইউসিসি এজেন্ট ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে কামাল হোসেন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কামাল হোসেন উপজেলার বক্সনগর ইউনিয়নের টুকনিকান্দা গ্রামের মাঝির ছেলে। তার বাগমারা বাজারে মোবাইল ফোনের দোকান রয়েছে।



তিনি আরও অভিযোগ করেন, রাতে আমাকে গাজীপুর গার্লস ক্লাবের সামনে একটি নির্জন স্থানে হাত-পা ও চোঁখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। সকালে খুব কস্টে বাড়িতে ফিরে আসি। বৃহস্পতিবার দুপুরে বণিক সমিতির নেতাদের সাথে নিয়ে থানায় গিয়ে  লিখিত অভিযোগ করি।

এবিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.