Header Ads

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01921211236

কার্তিকপুরে বহু বছরের পুরোনো হাটার রাস্তা বন্ধ এবং কবরস্থানের উপর দেওয়া হলো সীমানা খুটি

আজ থেকে বন্ধ হয়ে গেলো জনগণের হাঁটার রাস্তা সেই সাথে  কার্তিকপুর কবরস্থান এর এক অংশের জায়গা সহ রাস্তা।
স্থানীয়দের কাছ থেকে জানা যায় কবরস্থানের পাশের জমি মাপার সময় সেই জমির মালিক মৃত মজিদ মাদবর এর দুই ছেলে আরজু ও রন্জু এভাবেই বন্ধ করে দেয়া হয় রাস্তা সহ কবরস্থানের একাংশ।

পরে স্থানীয় জনগণ এ ব্যাপারে জানতে গেলে তাদের বলা হয় "তাদের জায়গায় তার বেড়া দিয়েছে কারো ক্ষমতা নেই এই খুঁটি তোলার। সেই সাথে রাস্তায় লাগানো কবরস্থান এর ব্যানার তোলার ও হুমকি দেয়া হয়।

দোহার নবাবগঞ্জের অনলাইন শপ
আপনার পছন্দের পণ্য খুজে নিন
Click hare-> DN OnlineBazar

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.