Header Ads

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01921211236

দোহারে আন্দোলনের পর রাস্তায় স্প্রিড বেকার & জেব্রা ক্রসিং

দোহারে নিরাপদ সড়কের দাবিতে মালিকান্দা- মেঘুলা স্কুল এন্ড কলেজের কোমলমতী শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই নামে আন্দোলন চলছিল!

এই আন্দলনের সাথে একাত্ততা প্রকাশ করে আজ শুক্রবার সকালে বিদ্যালয়ের সামনে দোহার টু ঢাকা হাইওয়ে সড়কের উপর স্পীড ব্রেকার কাজের উদ্বোধন করেন নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি " সালাউদ্দিন দরানী "।

চেয়ারম্যান  সালাউদ্দিন দরানীর নিজ অর্থায়নে সুনিশ্চিত স্প্রীড ব্রেকার নির্মান কাজ চলছে।শুভ কামনা রইলো চেয়ারম্যান সাহেবের প্রতি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.