Header Ads

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01921211236

দোহার নারিশার দুই ইয়াবা ব্যাবসায়ী আটক


ঢাকার দোহার উপজেলায় ইয়াবাসহ মো. আতিয়ার রহমান ও মো. ফরহাদ হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। আজ শনিবার দুপরে উপজেলার মুকসেদপুর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আতিয়ার উপজেলার নারিশা সাতভিটা গ্রামের মৃত আব্দুর রশিদ খান ও ফরহাদ মুকসেদপুর গ্রামের হিরন ঢালীর ছেলে।

শনিবার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটায় উপজেলার মুকসুদপুরে অভিযান চালিয়ে মাদক বেঁচাকিনির সময় আতিয়ার ও ফরহাদকে আটক করে র‌্যাব।  এসময় তাদের কাছ থেকে ৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.