দোহার নারিশার দুই ইয়াবা ব্যাবসায়ী আটক
ঢাকার দোহার উপজেলায় ইয়াবাসহ মো. আতিয়ার রহমান ও মো. ফরহাদ হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। আজ শনিবার দুপরে উপজেলার মুকসেদপুর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আতিয়ার উপজেলার নারিশা সাতভিটা গ্রামের মৃত আব্দুর রশিদ খান ও ফরহাদ মুকসেদপুর গ্রামের হিরন ঢালীর ছেলে।
শনিবার বিকেলে র্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আড়াইটায় উপজেলার মুকসুদপুরে অভিযান চালিয়ে মাদক বেঁচাকিনির সময় আতিয়ার ও ফরহাদকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কোন মন্তব্য নেই