Header Ads

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01921211236

১৫ বছরেও ভাগ্য ঘোড়ে নি বারুয়াখালীর করপাড়া-ভাংগাপাড়া গ্রামের মানুষের

১৫ বছরেও ভাগ্য ঘোড়ে নি বারুয়াখালীর করপাড়া-ভাংগাপাড়া গ্রামের মানুষের 

নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের করপাড়া-ভাংগাপাড়া গ্রামের মানুষের দুর্ভোগ আর শেষ হলো না, গত ১৫ বছরে ও উন্নয়ন হয়নি এখান কার রাস্তা-ঘাটের,



এখানে কেউ অসুস্থ হলে তাকে গাড়িতে করে হাসপাতালে নেওয়ার কোন ব্যবস্থা নেই,একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পরে রাস্তাটি,   রাস্তাটি নষ্ট হওয়ার অন্যতম কারন মাহেন্দ্রা গাড়িতে মাটি টানা,

অবৈধ মাটির গাড়িগুলো চলাচলের কারনে রাস্তা প্রায় ধ্বংশের পথে,প্রশাসনের কাছে দাবি  এলাকাবাসীর যেন সেই রাস্তায় অবৈধ মাটি টানার গাড়ীগুলো বন্ধ করে দেয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.