Sadia Islam Chaity নামে এক বোনের স্টেটাস থেকে নেয়াঃ আজকে সন্ধ্যায় নবাবগঞ্জ থেকে ঢাকায় আসছিলাম আমি আর আমার ভাই।
দোহার নবাবগঞ্জের অনলাইন শপ
আপনার পছন্দের পণ্য খুজে নিন
বাসে সিট খালি পাই নাই বিধায় আমি আর আমার ভাই আলাদা সিটে বসছি। আমার বিপরীতে বাম পাশে প্রথমে একটা বৃদ্ধ লোক বসছিল যে এক স্টপেজ পরেই নেমে গেছে। হঠাৎ করে দেখি পিছন থেকে আরেকটা লোক এসে বসল। বসার পরেই তার অঙ্গভঙ্গি দেখে আমার সুবিধার মনে হলো না। সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে দেখছিল। কিছুক্ষণ চুপচাপ থাকলাম তারপর খুব বিরক্তির সাথে তাকালাম তার দিকে। ব্যাস বুঝে গেলো আমি যে তার উপর বিরক্ত। তারপর যতবারই তাকায় আমিও তাকাই তার দিকে আর সে চোখ সরায় ফেলে। সুযোগই দেই নাই কুনজরে তাকানোর। তারপর শুরু করল আরেক কাহিনী। ওই লোকের সামনের সিটে একটা মেয়ে বসছিল। মেয়েটা সিটের সাথে হেলান দিয়ে ছিল। লোকটা আসতে আসতে মেয়েটার দিকে হাত দিতে শুরু করল। টাচ করতেছিল নানা ভাবে। টানা ১০ মিনিট এমন কাহিনী দেখলাম। এদিক ওদিক তাকায় আর হাত দেয় মেয়েটার শরীরে। আর যখন আমার দিকে দেখে আমি তাকায় আছি আবার হাত সরায় ফেলে। আমিও আবার না দেখার ভান ধরে অন্যদিকে তাকাই কিন্তু বাঁকা চোখে ঠিকই খেয়াল রাখছি লোকটার দিকে। ঝাকির কারণে মেয়েটা কিছুই বুঝে নাই। মন চাইতেছিল হাত কেটে দেই লোকটার। কিছুক্ষণ পর মেয়েটাকে ডাক দিয়ে বললাম আপনার পাশে যে বসছে সেকি আপনার সাথে আসছে। মেয়েটা বলল না। তারপর উঠে মেয়েটার কাছে যেয়ে বললাম আপনার পিছনে যে বসছে সে আপনাকে টাচ করতেছে সেই প্রথম থেকে। আপনি উঠে ওই পাশে যান আর তাকে এই পাশে বসান। তারপর এক্সচেঞ্জ করল সিট। মেয়েটার জায়গায় লোকটা এসে বসল। কোনো ঝামেলা করলাম না আর। সব কিছু নরমাল এমন ভাব নিয়ে আবার আমার সিটে চলে আসলাম। এরপর থেকে ভুলেও লোকটা হাত আর দেয় নাই। কেন? উত্তর মেরু উত্তর মেরু হয়ে গেলো তাই না? কিভাবে পারে মানুষ? হাতের লোম, মাথার চুল পেকে গেছে। বয়স তো ষাটোর্ধ হবেই। নাতি নাতনীও হয়ে গেছে। তারপরও এই মানসিকতা কিভাবে থাকে আপনাদের? এতো লালসা কিসের? আপনার মেয়ের থেকেও বয়সে ছোটো মেয়ের দিকে কিভাবে পারেন লালসা দিয়ে তাকাতে আর ধরতে? মৃত্যু ভয় নাই? আল্লাহর কথা মাথায় আসে না? আবার অনেক মানুষকে দেখছি বলতে যে পর্দা না করলে এইসব নারীর প্রাপ্য। কেন ভাই? বাচ্চারাও তো বাদ যায় না এর থেকে। বছর কয়েক আগে বাচ্চার সাথেও এমনটা হতে দেখছি। মেয়েদের কেন এতো পাবলিক র্ট্রান্সপোর্টে হেনস্তার শিকার হতে হয়? মেয়েরাই কেন ভাই? এতো যখন ধরতে মন চায় বাসায় নিজের মেয়েকে/বোনকে/মাকে যেয়ে ধরেন। আপনাদের মত মানুষের দ্বারা সব সম্ভব। পশুর সাথে তুলনা করাও পাপ। পশুও এইসব মানুষের থেকে হাজার গুন ভালো।
আমাদের সবার উচিত চোখকান খোলা রেখে যাতায়াত করা। আর চোখের সামনে অন্যকে ভিক্টিম হতে দেখলে চুপ করে না থেকে সাহায্য করা। আর নিজের সাথে হলেও ভয় না পেয়ে আওয়াজ তোলা।
Raise your voice girls!!!
Be the heroine of your life, not the victim.
কোন মন্তব্য নেই