দখল এবং দূষণে হারিয়ে যাচ্ছে ইছামতীর সুন্দর্য
এক সময়ের স্রোতস্বিনি ইছামতী নদী এখন সরু নালায় পরিনত হয়েছে...।
ইছামতী এখন শুধুই স্মৃতি। কেননা, এই নদীকে দেখে এখন আর বোঝার উপায় নেই। দখলে-দূষণে পরিণত হচ্ছে ভাগাড়ে।
অথচ এক সময় এই ইছামতী নদী দিয়ে চলতো নৌকা ও লঞ্চ। কিন্তু ইছামতীর সেই অস্তিত্ব এখন বিলীনের পথে। শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতী যেন ড্রেনে পরিণত হয়েছে।
"অয়ি তন্বী ইছামতী, তব তীরে তীরে/শান্তি চিরকাল থাক্ কুটিরে কুটিরে-/শস্যে পূর্ণ হোক ক্ষেত্র তব তটদেশে/বর্ষে বর্ষে বরষায় আনন্দিত বেশে"।
খরস্রোতা ইছামতীর রূপে বিমুগ্ধ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই চৈতালী কাব্য গ্রন্থে ইছামতী কবিতায় বলেছেন তার প্রত্যাশার কথা।
তবে, সময়ের ব্যবধানে সেই দুরন্ত যৌবনা ইছামতি দখল দূষণে আবর্জনার ভাগাড়ে পরিণত হবে তা হয়তো কল্পনায় ছিলনা কারোই।
ঢাকার নবাবগঞ্জের বুক চিরে প্রবাহিত খরস্রোতা ইছামতি নদী এখন শুধুই স্মৃতি। প্রভাবশালীরা নদী দখল করে গড়েছেন পাকা স্থাপনা। ময়লা আবর্জনায়, পানি প্রবাহ বন্ধ হয়ে দূষিত হচ্ছে পরিবেশ।
সামাজিক আন্দোলনে প্রতিকার না পেয়ে এখন হতাশ নবাবগঞ্জবাসী।


কোন মন্তব্য নেই