দখলদারের হাত থেকে মুক্ত হলো কার্তিকপুরের সেই রাস্তা এবং কবরস্থান
ঢাকার দোহার উপজেলার কার্তিকপুর কবরস্থানে জমি দখলের অভিযোগ উঠার পর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান দোহার সার্কেলের এ,এস,পি জহিরুল হক। তিনি ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে স্থানীয়দের সাথে নিয়ে বাঁশ ও সিমেন্ট এর খুঁটি অপসারণ করেন।
স্থানীয়রা জানান কবরস্থানে সমাহিত মুক্তিযোদ্ধা জিন্নত আলীর কবরের বেড়া ভেঙ্গে তার উপরে বাঁশ দিয়ে জমি দখল করে স্থানীয় এলাকার মজিদ মাদবরের প্রভাবশালী দুই ছেলে আরজু ও রনজু। এসময় মুক্তিযোদ্ধা জিন্নত আলীর ছেলে কান্নায় ভেঙ্গে পরেন। পরে সার্কেল এ,এস,পি জহিরুল হক নিজ হাতে মুক্তিযোদ্ধার কবরে বেড়া দিয়ে তার প্রতি সন্মান প্রদর্শন করেন। এ এসপি জহিরুর হক জানান, কবরস্থান ও মানুষের চলাচলের রাস্তা কেউ দখল করতে পারবে না। একজন মুক্তিযোদ্ধার কবর অবমাননা আরও বেশি ঘৃণ্য কাজ। তাই আমরা কবরটি মেরামত করে দিলাম। এমন ঘটনায় পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা। পরে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চান অভিযুক্ত আরজু
দোহার নবাবগঞ্জের অনলাইন শপ
আপনার পছন্দের পণ্য খুজে নিন
Click hare-> DN OnlineBazar



কোন মন্তব্য নেই