দোহারে ৩ হাজার পিছ ইয়াবা উদ্ধার
দোহারে তিন হাজার পিস ইয়াবাসহ মোঃ জহর
আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার দুুপুরে উপজেলার মৈনট ঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত জহর আলী গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিকনগড় ইউনিয়নের ছদ্দি গ্রামের মৃত আনারউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, রোববার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন ও ওসি তদন্ত মো. আরাফাতের নেতৃত্বে, মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহ আলম, দোহার থানার এসআই মো. মনিরুজ্জামান এবং এএসআই দিনেশ ঘোষ সহ পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মৈনটঘাট থেকে তাকে আটক করে।
এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে পৃথক ভাবে মোড়ানো তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, দোহারের মৈনট ঘাট থেকে স্পিডবোট যোগে সে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবা কারবারির সাথে আরো কয়েকজন জড়িত রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।
কোন মন্তব্য নেই