Header Ads

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন 01921211236

অবৈধ মাহিন্দ্র গাড়ি দোহার নবাবগঞ্জের রাস্তাঘাট গুলো ধ্বংশের প্রধান কারন


দিন-রাত ঢাকার নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় চলে বেকু দিয়ে মাটি কাঁটার ধুম। আর এসব মাটি বিক্রির গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয় অবৈধ মাহেন্দ্র গাড়ি। ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ও স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নবাবগঞ্জে চলছে মাটি কাঁটার উৎসব৷

নবাবগঞ্জের প্রতিটি এলাকায় আনাচে-কানাচে চলে এসব অবৈধ মাহেন্দ্র গাড়ি৷ নেই এসব গাড়ির প্রয়োজনীয় কোন কাগজপত্র। গাড়ির কাগজের কথা বাদ-ই দেওয়া হোক, ড্রাইভারের নেই কোন প্রশিক্ষণ ও তাদের ড্রাইভিং লাইসেন্স। মাটি-বালু ভর্তি এসব মাহেন্দ্র নিয়ে প্রতিনিয়তই রাস্তাঘাটে যানজট লেগেই থাকে৷ অন্যদিকে শুধু যানজট নয়, এসব অবৈধ মাহেন্দ্র ড্রাইভার তার নিজ ইচ্ছে মতো করে চালিয়ে থাকেন৷ কোন ধরনের নিয়মশৃঙ্খলা না মেনে চালিয়ে থাকেন৷


নবাবগঞ্জের প্রতিটি এলাকায় আনাচে-কানাচে চলে এসব অবৈধ মাহেন্দ্র গাড়ি৷ নেই এসব গাড়ির প্রয়োজনীয় কোন কাগজপত্র। গাড়ির কাগজের কথা বাদ-ই দেওয়া হোক, ড্রাইভারের নেই কোন প্রশিক্ষণ ও তাদের ড্রাইভিং লাইসেন্স। মাটি-বালু ভর্তি এসব মাহেন্দ্র নিয়ে প্রতিনিয়তই রাস্তাঘাটে যানজট লেগেই থাকে৷ অন্যদিকে শুধু যানজট নয়, এসব অবৈধ মাহেন্দ্র ড্রাইভার তার নিজ ইচ্ছে মতো করে চালিয়ে থাকেন৷ কোন ধরনের নিয়মশৃঙ্খলা না মেনে চালিয়ে থাকেন৷

গ্রামের ছোটছোট রাস্তাঘাট গুলোতে এসব গাড়ির কারনে অন্যান্য গাড়ি চলাচল করতে অনেকটাই সমস্যায় পড়তে হয়৷ এমনকি মাহেন্দ্র গাড়ি সাইট না দিয়ে রাস্তার মাঝখান দিয়ে চলে যান৷ মনে হয় এরাই রাস্তার রাজা অার অন্যরা প্রজা৷ উপজেলার শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর, বারুয়াখালী, নয়নশ্রী, কৈলাইল, শোল্লা, বান্দুরা, অঞ্চল দিয়ে এসব অবৈধ মাহেন্দ্র গাড়ি বেশি চলাচল করে থাকে৷

শিকারীপাড়া এলাকার কৃষক শরীফ বেপারী বলেন ‘এসব মাহেন্দ্র গাড়ির কারনে তো রাস্তাঘাট দিয়ে চলাচল করতেই পারি না। এত দ্রুত গতিতে চালিয়ে যায় মনে হয় আমাদের উপর দিয়েই উঠিয়ে দেয়৷ এছাড়া তো গরু নিয়ে চকে যাওয়ার জন্য রাস্তা দিয়ে বের-ই হতে পারি না৷ তিনি আরও বলেন, আমরা চাই জনগণের নিরাপত্তার কথা ভেবে প্রশাসন যেন এসব অবৈধ মাহেন্দ্র গাড়ি বন্ধ করে দেয়৷

এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু বলেন ‘আইন না মেনে যদি রাস্তাঘাটে মাহেন্দ্র গাড়ি চলাচল করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷9

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.