ফের দোহারে ইজিবাইকে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রীর।
ফের দোহারে ইজিবাইকে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রীর।
দোহারের মুকসুদপুর ইউনিয়নে মৌড়া খালপাড় নানাবাড়ি থেকে ফেরার পথে শনিবার (১১জানুয়ারি) সকালে শামসু মাঝির বাড়ি সংলগ্ন মোড়ে ইজিবাইজের অতিরিক্ত গতীর কারনে দ্রুত মোড় ঘুরাতে গেলে গাড়িতে থাকা সাদিয়া আক্তার ছিটকে পড়ে যায় ।
এসময় সাদিয়া মাথায় প্রচন্ড আঘাত পেলে স্থানীয়রা তাকে দুবলি মাতৃসেবা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে অবস্থা গুরুতর দেখে দায়িত্বরত চিকিৎসক সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মেডিকেলে ভর্তির পর রাত ১০ টার দিকে সাদিয়া মারা যায়। সাদিয়ার বাড়ি দোহারের দুবলি বাজার সংলগ্ন ব্রিজের পাশে।নিহত সাদিয়া সালাম বেপারীর মেয়ে,মৃত সাদিয়া দুবলি খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসা মেশকাত শ্রেণির ছাত্রী ছিল। তার আকস্মিক মৃত্যুতে মাদ্রাসার সকল সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে
দোহারের মুকসুদপুর ইউনিয়নে মৌড়া খালপাড় নানাবাড়ি থেকে ফেরার পথে শনিবার (১১জানুয়ারি) সকালে শামসু মাঝির বাড়ি সংলগ্ন মোড়ে ইজিবাইজের অতিরিক্ত গতীর কারনে দ্রুত মোড় ঘুরাতে গেলে গাড়িতে থাকা সাদিয়া আক্তার ছিটকে পড়ে যায় ।
এসময় সাদিয়া মাথায় প্রচন্ড আঘাত পেলে স্থানীয়রা তাকে দুবলি মাতৃসেবা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে অবস্থা গুরুতর দেখে দায়িত্বরত চিকিৎসক সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মেডিকেলে ভর্তির পর রাত ১০ টার দিকে সাদিয়া মারা যায়। সাদিয়ার বাড়ি দোহারের দুবলি বাজার সংলগ্ন ব্রিজের পাশে।নিহত সাদিয়া সালাম বেপারীর মেয়ে,মৃত সাদিয়া দুবলি খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসা মেশকাত শ্রেণির ছাত্রী ছিল। তার আকস্মিক মৃত্যুতে মাদ্রাসার সকল সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে
কোন মন্তব্য নেই