নবাবগঞ্জে প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা গ্রেফতার ২
প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ নবাবগঞ্জে ৫ জনের নামে মামলা করা হয়েছে। ওই মামলার ভিত্তিতে সুমন ও গ্রাম্য মাতব্বর মোঃ সিদ্দিক নামে দুইজনকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের কান্তারটেক গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি বুধবার রাত আটটার দিকে নিজ ঘরে ঘুমিয়ে ছিল প্রতিবন্ধী নারী।
বাড়িতে কেউ না থাকার সুযোগে বালেঙ্গা গ্রামের সুমন ও রাজাপুর গ্রামের হায়াত আলী নারীকে তুলে নিয়ে যায়। পরে পাশ্ববর্তী সরিষা খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। যুবতীর চিৎকারে স্থানীয়রা টর্চ লাইট নিয়ে এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এ ঘটনার পর গত শনিবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ১০-১২ জন গ্রাম্য শালিস বসিয়ে অভিযুক্ত সুমন ও হায়াত আলীকে ১০ হাজার টাকা জরিমানা ও জুতাপেটা করেণ।
রোববার রাতে ওই যুবতীর মা বাদী হয়ে পাঁচজনের নামে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। রাতেই পুলিশ ধর্ষণ চেষ্টাকারী সুমন ও গ্রাম্য মাতব্বর সিদ্দিককে গ্রেপ্তার করে সোমবার তাদের আদালতে পাঠিয়েছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় রোববার রাতে থানায় ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে। মামলাটি অধিকতর তদন্ত করা হবে। ঘটনার সাথে সম্পৃক্ত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
কোন মন্তব্য নেই