দোহারে ১০ টার পর বক্স বাজানো নিষেধ,নবাবগঞ্জেও এই আইন করা হোক দাবি নবাবগঞ্জবাসীর
রাত দশটার পর উচ্চ শব্দে গান বাজানো নিষিদ্ধ করেছে দোহার প্রশাসন।
দোহারের মত নবাবগঞ্জেও এর প্রবনতা ব্যাপক,সারা রাত বক্স বাজিয়ে কারো ঘুম হারাম করা এসবের যেনো কোন খেয়াল নেই,সাথে প্রশাসন কর্তৃপক্ষ থেকেও কোন ব্যাবস্থা নেয়া হয় না নবাবগঞ্জে , এলাকাবাসী অতিষ্ট এই রাতভর গানবাজনার কারনে, নবাবগঞ্জবাসী দ্রুত এ থেকে নিস্তার চায়



কোন মন্তব্য নেই